অত্র ৪নং পলাশবাড়ী ইউনিয়নে একমাত্র নদী বয়ে গেছে। নাম সোনার বন্দ নদী। উত্তরে রামপুর ইউনিয়ন দিয়ে প্রবেশ করে এই নদী ৪নং পলাশাবড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে গেছে এবং ইউনিয়নের আটরাই সীমান্তে করতোয়া নদীর ঘাটপাড়ায় মিলিত হয়েছে। সোনার বন্দ নদীকে অত্র ইউনিয়নের কৃষকেরা রবি শষ্য সহ ইরিগেশন সেজনে পানি ব্যবহার করে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস