Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ইউনিয়ন

দিনাজপুরজেলার পার্বতীপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী ও বৃহত্তম জনপদ হলো ৪নং পলাশবাড়ী  ইউনিয়ন । কালের পরিক্রমায় আজঅত্র ইউনিয়নে শিক্ষাসংস্কৃতিধর্মীয়অনুষ্ঠানখেলাধুলা সহ বিভিন্নক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় আজওসমুজ্জ্বল

এক নজরে তথ্য সমূহ

 

ভূমিকা ও ভৌগলিক অবস্থানঃ

উত্তরে খোলাহাটি ক্যান্টমেন্ট, দক্ষিণে ৯নং হামিদপুর ইউনিয়ন, পুর্বে বদরগঞ্জ উপজেলা এবং পশ্চিমে ৫নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদ। এরই মধ্যে চকবাজার সংলগ্ন ৪নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ।

১) ইউনিয়নের নাম- ৪নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ,

ওয়েব পোর্টালঃ http://https://polashbariup4.dinajpur.gov.bd/

ই-মেইলঃ polashbariuisc@yahoo.com

২) আয়তন- ৩৫০৪ (একর)।

৩) লোকসংখ্যা – ৪৫৪০৫ জন। (জনশুমারী-২০২২)

৪) গ্রামের সংখ্যা- ৯টি  ।

৫) মৌজার সংখ্যা-৮

৬) হাটবাজার সংখ্যা -  ৬টি।

৭) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সড়ক পথ, ভ্যান রিক্সা, মটরযান ইত্যাদি

৮) শিক্ষার হার- ৯০%

৯) সরকারী প্রাথমিক বিদ্যালয়-১৮টি।

১০) কমিউনিটি প্রাঃ বিদ্যালয় -০ টি।

১১) উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ ৪টি।

১২) হাফিজিয়া মাদ্রাসা-১২ টি।

১৩) কলেজ –১টি।

১৪) ফাযিল মাদ্রাসা-২টি।

১৫) মসজিদের সংখ্যাঃ ৫৩টি।

১৬) মন্দিরের সংখ্যাঃ ২০টি।

১৭) কবরস্থানঃ ৯৫ টি।

১৮। ঈদগাঁহঃ ১৮টি

১৯। ব্যাংকঃ ০২টি - রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সোনালী ব্যাংক ।

২০। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রঃ ০১টি ।

২১। কমিউনিটি ক্লিনিকঃ ০৫টি।

২২। এনজিওঃ এসডিএফ  ১০টি।

২৩) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মুহাম্মদ রুহুল আমিন

২৪) ইউ.পি কমপ্লেক্স ভবন কাল- ০১/০৭/২০১০ইং(নতুন ভবন)

২৫) নব গঠিত পরিষদ ২০২৩ বিবরণ-

তফসিল ঘোষণা  ১১-১১-২০২২
ভোট গ্রহণ ২৯-১২-২০২২
গেজেট প্রকাশ  
শপথ গ্রহণ ০২/০২/২০২৩
দায়িত্বভার গ্রহণ ০৬/0২/২০২৩(বেলা ০২.০০ ঘটিকা)
প্রথম সভা ০৬/0২/২০২৩ (বেলা ০৩.০০ ঘটিকা)